নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ পৌরসভা ও এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পার নওগাঁয় কদমতলী-রহমানীয়া ১ কিলোমিটার রাস্তা নির্মান কাজের মাটিকাটা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর মেয়র নজমূল হক সনি নতুন রাস্তার উপর মাটি তুলে দিয়ে কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর সোহেল রানা, কাউন্সিলর কলিন্স, সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম লতিফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। পরে তারা সকলে মিলে ১ কিঃমিটার রাস্তার মাটি কেটে রাস্তা নির্মাণ করেন।
এলাকাবাসীরা জানায়, বর্ষর সময় একহাটু কাঁদা, শীতকালে ধুলার ভীতর দিয়ে ভ্যান, কাকড়া, ট্রাকটর চলাচলে খুবই অসুবিধা হয়। কদমতলী রহমানিয়া, টাউন হল ও চকরামপুর এলাকার মানুষ সড়কের অভাবে দারুন কষ্টে যাতায়াত করে আসছে। সড়কটি নির্মাণ হওয়ায় সেই দূর্ভোগ লাঘব হতে চলেছে বলে তারা সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন এবং পৌর মেয়র আরো বলেন, কিছূদিনের মধ্যেই রাস্তা পাকা করা হবে বলে গ্রাম বাসীদের আশ্বাশ দেন।