দাউদকান্দিতে কৃষকলীগ নেতার প্রহারে বৃদ্ধ জখম

শামীমা সুলতানা :
২ ফেব্রয়ারি বুধবার দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামে এক কৃষকলীগ নেতার প্রহারে ৭০ বছরের বৃদ্ধ মারাত্মকভাবে জখম হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের কাছ থেকে একই গ্রামের বৃদ্ধ আব্দুল রশিদ দীর্ঘদিন আগের পাওনা টাকা চাইলে এ কৃষক নেতা উত্তেজিত হয়ে তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আব্দুর রশিদ জানান, তার পুত্রবধূর সাথে তার ছেলের ঝগড়া হয়। এ নিয়ে পুত্রবধূ রাগ করে চলে যায় এবং শ্বশুর বাড়ির কয়েকজনকে আসামী দিয়ে মামলা করে। এ মামলা থেকে রক্ষা করার কথা বলে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম এ বৃদ্ধার কাছ থেকে বিভিন্ন সময়ে ১ লক্ষ ৯০ হাজার টাকা নেয়। কিছুদিন পূর্বে পুত্রবধূর পরিবারের সাথে আব্দুর রশিদের পরিবারের সমঝোতা হয়। সমঝোতার পর বুধবার ওই নেতার কাছ থেকে টাকা চাইলে বৃদ্ধকে মারধর করে মোর্শেদ আলম।

দাউদকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফজলে রাব্বি জানান, বিষয়টি তদন্তের জন্য গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দিয়েছে। এ ব্যাপারে মোর্শেদ আলমের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি সত্য নয়।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply