স্টাফ রিপোর্টার, চান্দিনা :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন নাওতলা এলাকায় বৃহস্পতিবার সকালে বাস ও কভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে এমদাদুল (৩৫) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও ৮জন। নিহত এমদাদুল রংপুর জেলার মিঠাপুর উপজেলার বরখোলা গ্রামের মৃত: আব্দুল ওহাব এর ছেলে।
জানাযায, সকাল পৌঁনে ৯টায় রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি পরিবহন (রংপুর-ব-১১-০০১৪) ও বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের (ঢাকামেট্রো-ট-১১-৪৮৪৭) মুখোমুখী সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে ৭জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে যায়। বর্তমানে চিকিৎসাধীন আছেন কুমিল্লার নাঙ্গলকোটের শাহাবুদ্দিনের ছেলে খুরশিদ আলম (৩০)।