আরিফুল ইসলাম সুমন ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গার মাটি কেটে রুপালী বিক্স এর ইট তৈরীর অভিযোগ পাওয়া গেছে। সেই ইটভাটার বৈধ কোন কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকলেও মালিকপক্ষ ক্ষমতার দাপটে ইট পুড়িয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্র্থ গ্রামে জনবসতি এলাকায় তিন ফসলি জমিতে গড়ে উঠেছে রুপালী বিক্স নামের ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ক’জন প্রভাবশালী ব্যক্তি এই ইটভাটা চালিয়ে যাচ্ছেন। তবে ইটভাটার বেশি অংশের মালিক দাবি করে মো. খসরু মোল্লা বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। চেষ্টা তদবির চলছে। অচিরেই অনুমোদনের কাগজপত্র পাওয়া যাবে। সরকারি জায়গা থেকে মাটি কাটার বিষয়ে তিনি বলেন, জনৈক ব্যক্তির কাছ থেকে মাটি কিনেই আমরা কেটে নিচ্ছি।
অভিযোগ রয়েছে, এই ইটভাটার বিরুদ্ধে স্থানীয় কৃষক সহ গ্রামবাসী বহু আন্দোলন করেও কোনো সুফল পায়নি। উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা প্রথমদিকে অবৈধ ইটভাটাটির বিরুদ্ধে অবস্থান নিলেও পরে রহস্যজনক কারণে পিছু হটে। কারণ এ ইটভাটার মালিকপক্ষের হাত অনেক লম্বা। তাদের ওপর শাসক দলের একাধিক জনপ্রতিনিধির আর্শীবাদ রয়েছে। তাই তারা অপ্রতিরোধ্য। বর্তমানে এই ইটভাটায় ইট তৈরী করা হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের জায়গার মাটি কেটে নিয়ে।
এ ব্যাপারে কালীকচ্ছ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় থেকে প্রায়ই প্রভাবশালীরা মাটি কেটে নিয়ে যায়। এ বিষয়ে মামলা করেও বিপাকে পড়েছি। প্রভাবশালী লোকেরা উল্টো অভিযোগ করে হয়রানি করছে। এ ক্ষেত্রে সওজের লোকেরা নীরব থাকছে।