সরাইল প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের আঘাতে আহত ইটভাটা শ্রমিক সাদ্দাম হোসেন(২২) মারা গেছে। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বুধবার দুপুরে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার শাহবাজপুর গ্রামে তিতাস নদীর পাড়ে অবস্থিত লিজা ব্রিক ফিল্ডে কাজ করার সময় সাদ্দাম হোসেনের সাথে অপর শ্রমিক একই উপজেলার ইসলামাবাদ গ্রামের দানিছ মিয়ার বাদানুবাদ হয়। এক পর্যায়ে দানিছ মিয়া ইট তৈরির বক্স (ফরমা) দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদ্দাম হোসেন উপজেলার দেওড়া গ্রামের আন্নু মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পিতা আন্নু মিয়া বাদী হয়ে দানিস মিয়া এবং মিটন দাস নামে দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।