স্টাফ রিপোর্টার, চান্দিনা :
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার (২৯ জানুয়ারী) বিকেলে কুমিল্লা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম এর নেতৃত্বে গণমিছিল বের করা হয়। চান্দিনা পৌরসভা চত্বর থেকে বের হয়ে গণমিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে চান্দিনাস্থ বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম, চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এ.বি.এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা যুবদল সভাপতি প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম খাঁন প্রমুখ।
