মৌকরা দরবারে ছারছীনার পীর সাহেব আসছেন না

কুমিল্লা প্রতিনিধি:
আগামী ১,২ ই মার্চ ২০১২খ্রিঃ মোকরা দরবারে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোকরা দরবারের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে নিয়মে মাহফিল অনুষ্ঠিত হত ২০১১ ও ২০১২ সালে তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে এবং ১২ই জানুয়ারী ২০১২ পরামর্শ সভার আলোচনায় বুঝা গেল ১/২ মার্চ ২০১২ মাহফিলে ছারছীনার পীর সাহেব আসছেন না। ছারছীনার পীর সাহেবের না আসাকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন রকম আলোচনায় মেতে ওঠেছেন। পরামর্শ সভায় বক্তাগন উপস্থিতিকে বার বার বুঝাতে চেয়েছেন যে কারো জন্য মোকরা মাহফিল বন্ধ হয়ে থাকবে না। মোকরা দরবারের নিজস্ব একটি পরিধি আছে সে পরিধিকে এখন থেকে ব্যবহার করে সব কিছুই সামাল দিতে হবে।

বক্তারা কেউ বলছেন ছারছীনার পীর সাহেব মাহফিল করার জন্য সম্মতি দিয়েছেন, কেউ বলছেন হুজুর যখন আসার সম্মতি দিবেন তখন আবার মাহফিল হবে।

আবার কোন বক্তা বলছেন হুজুর অসুস্থ তাই ১,২ মার্চ মাহফিল করার জন্য সম্মতি দিয়েছেন।

সভাপতির ভাষনে পীর নেছার বজ্রকন্ঠে উপস্থিত মুরিদদের উদ্দেশ্যে বলেন মায়ের চেয়ে মাসীর দরদ বেশী দেখাবেন না।(মা বলতে মোকরা মাসী বলতে ছারছীনাকে বুঝানো হয়েছে।) আপনারা এ দরবার তথা মোকরার পীরের মুরিদ। আপনি আপনার পীরের প্রতি শ্রদ্ধাশীল হউন। ছারছীনার পীর সাহেব ১.২ তারিখে আসুক বা নাই আসুক মোকরা পীর সাহেব (রহঃ) এর ইছালে ছাওয়াব মাহফিল যথা নিয়মে অনুষ্ঠিত হবে ইনশাল্লঅহ। ছারছীনার পীর সাহেব পরে স্বেচ্ছায় তারিখ ঘোষনা করলে আপনাদের উপর আর্থিক চাপ প্রয়োগ না করে সংক্ষেপে মাহফিল করা হবে। আমি নেছার উদ্দিন নিজেকে এবং আমার অর্থনিতীকে ছারছীনা দরবারের জন্য কোরবান করে দিয়েছি।

এর চেয়ে বেশী কিছু করার ক্ষমতা আমার নাই। তিনি আরো বলেন য়ে, আমি মোকরা মরহুম হুজুরের হাতে বয়াত গ্রহন করেছি অন্য কোথাও নয়।

পোষ্টারের রাজনিতী ঃ- মোকরা পীর নেছারের নির্দেশে বিভিন্ন এলাকা থেকে এলাকার নাম দিয়ে পোষ্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে।

এলাকার সচেতনবাসী এ সকল পোষ্টার দেখে মন্তব্য করেন যে পীর নেছার পোষ্টারের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন যে মোকরা দরবারের মুরিদ অসংখ্য এবং দরবার নিজ গতিতে চলার ক্ষমতা অর্জন করেছে। এখন বিভিন্ন জায়গায় মোকরা দরবারের প্রতি আকৃষ্ট করতে বয়ান ছালিয়ে যাচ্ছেন।

Check Also

নাঙ্গলকোটে সম্মেলন ঘিরে বিভক্ত ছাত্রলীগ; বিক্ষোভ ভাংচুর, স্মারকলিপি প্রদান

  বারী উদ্দিন আহমেদ বাবর :– কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের কাউন্সিল ও সম্মেলনকে ঘিরে দু’গ্রুপে ...

Leave a Reply