বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, বিশিষ্ট কবি, কলামিস্ট ও জার্নালিস্ট গিল্ডের সভপাতি মো. আলী আশরাফ খান

আজ আমরা প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছি -কবি আল মুজাহিদী

শামীমা সুলতানা :

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, বিশিষ্ট কবি, কলামিস্ট ও জার্নালিস্ট গিল্ডের সভপাতি মো. আলী আশরাফ খান
‘প্রকৃত শিক্ষা অর্জন করা মানে জ্ঞানের আলোয় নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ ও জাতিকে উন্নতির দিকে অগ্রসর করা। আজ আমরা প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছি বলে সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি-স্বজনপ্রীতিসহ হাজারো সমস্যায় পর্যবসিত হয়েছি। এ সমস্যার সমাধানে প্রকৃত শিক্ষকদের এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের সঠিক শিক্ষা সম্পর্কে ধারণা দিতে হবে।’ ২৮ জানুয়ারি শনিবার সকালে দাউদকান্দিতে ই,হক কোচিং কর্তৃক জে.এস.সি স্কলারশীপ এর পুরস্কার বিতরণী ও এস.এস.সি পরীক্ষার্থীদের সমাপণী-’১২ উপলক্ষে গৌরীপুর বাজার রূপেরহাট কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সহকারী সম্পাদক কবি আলÑমুজাহিদী এ কথা বলেন।

ই,হক কোচিংয়ের গৌরীপুর, হোমনা, ও দাউদকান্দি শাখার পরিচালক মোঃ হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ই,হক কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইমাদুল হক (ই,হক), কলিমুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, ফিউচার কর্মাস কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আসাদুজ্জামান বাচ্চু, বিশিষ্ট কবি, কলামিস্ট ও জার্নালিস্ট গিল্ডের সভাপতি মো. আলী আশরাফ খান ও এন.সি.সি ব্যাংক গৌরীপুর বাজার শাখার সহকারী ম্যানেজার গোলাম মোস্তাফা। অনুষ্ঠান শুভ উদ্ধোধন ঘোষণা করেন, সমাজসেবক খোরশেদ আলম সরকার। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব॥ ৪ জোয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি :– সম্প্রতি সময়ে কুমিল্লার দাউদকান্দিতে জুয়া খেলার মহোৎসব চলছে। বৃহস্প্রতিবার সকালে ৪ জুয়ারিকে ...

Leave a Reply