সরাইলে ওরশে প্রকাশ্যে চলছে জুয়া ও গাঁজার আসর

আারিফুল ইসলাম সুমন ॥

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নোয়াগাঁও গ্রামে জলিল শাহ’র ওরশে প্রকাশ্যে চলছে জুয়া ও গাঁজার আসর। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি থানাপুলিশকে অবহিত করলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না। আজ শুক্রবার সন্ধ্যায় সরেজমিন জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের জলিল শাহ’র তিন দিনব্যাপী ওরশের আজ দ্বিতীয় দিন। ওই ওরশে নোয়াগাঁও গ্রামের জুয়ার সম্্রাট আব্দুল কাদির পুলিশকে ম্যানেজ করে জুয়ার আসর চালাচ্ছে। এ বিষয়ে জুয়ার আসর পরিচালনাকারী আব্দুল কাদির জানান, যেখানে পুলিশ সবই জানে, আপনারা (সাংবাদিক) শুধু শুধু বিরক্ত করছেন কেন ! ওরশে সরাইল থানার ক্যাশিয়ার সোনা মিয়া উপস্থিত আছেন।

এ ব্যাপারে সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই কামরুজ্জামান বলেন, জুয়ার সাথে কোন আপোষ নেই। এখনই ব্যবস্থা নেয়া হবে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply