গৌরীপুর ইউনিয়ন পরিষদ সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। যেন দেখার কেউ নেই।
দাউদকান্দির গৌরীপুরে সরকারি রাস্তায় ভবন নির্মাণ ভূমি অফিস ও প্রশাসনের নিরর ভূমিকা
শামীমা সুলতানা : গৌরীপুর ইউনিয়ন পরিষদ সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। যেন দেখার কেউ নেই।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে সরকারি রাস্তায় নির্মাণ হচ্ছে বহুতল ভবন ও দোকান পাট। উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারের ইউনিয়ন পরিষদ সড়ক দখল করে পানি উন্নয়ন বোর্ডের সামনে মোঃ মকবুল হোসেন ২০০৯ সালে একটি ৫তলা ভবনের ফাউ-েশন নিয়ে ১তলা পর্যন্ত নির্মাণ করেন। পরে মোটা অংকের টাকা অগ্রিম নিয়ে দোকান দু’টি ভাড়া দেন তিনি। গত বছর এ ভবনটিকে ২য় তলা করার সময় স্থানীয়দের বাঁধারমুখে কাজ বন্ধ রাখে তিনি। কিন্তু গত ২০ জানুয়ারি মকবুল হোসেন পুনরায় এ ভবনটির ২য় তলার কাজ শুরু করলে স্থানীয়রা গৌরীপুর ভূমি অফিসকে অবগত করে এবং কাজ ২ দিন বন্ধ থাকে। পরে রাতের আধাঁরে ভূমি অফিসকে ম্যানেজ করে মকবুল হোসেন ভবন নির্মাণ চালিয়ে যায়।
এব্যাপারে স্থানীয়রা বলেন, গৌরীপুর বাজার এমনই অত্যন্ত ব্যস্ত ও যানজট প্রবণ, এখানে সুদুর প্রসারী পরিকল্পনা অনুযায়ি রাস্তাঘাট, দোকান-পাট ও বাড়ি-ঘর তৈরির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু কতিপয় দুর্নীতিবাজদের কারণে সরকারের জায়গা ও সড়ক দখল করে যত্রতত্র দোকানপাট, ভবন নির্মাণ করছে কিছু লোভী মানুষ। তারপর আবার ফোর ফোরট্টি বৈদ্যুতিক লাইন ঘেঁষে তৈরি হচ্ছে মকবুল হোসেনের এ ভবনটি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূমি অফিস ও স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকাই প্রমাণ করে, তারা টুপাইসের বিনিময়ে এভবন তৈরির সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এব্যাপারে তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।