জামাল উদ্দিন স্বপন:
মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের তাহেরপুর গ্রামের সাবেক মেম্বার শামছুল আরেফিন ও তার পুত্র কর্তৃক জোরপূর্বক জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। হাফেজ আহাম্মদ ও তার পুত্র রুহুল আমিন এ বিষয়ে সরকারের দূর্নীতি দমন বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নিকট লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়- তাহেরপুর গ্রামের নিরীহ অসহায় হাফেজ আহাম্মদ ও তার পুত্র রুহুল আমিনদের মালিকানাধীন তাহেরপুর মৌজার ১২৭নং সি.এস খতিয়ান মোতাবেক ৭৪৭, ৫৪৮, ৫৭১, ৭৫৪, ৭৫৮, ৭৫৭ নং দাগের ৫৫ডিং সম্পত্তি জোরপূর্বক আজ ৩০ বছর যাবত দখল করে আসছে ঐ এলাকার সাবেক মেম্বার শামছুল আরেফিন ও তার পুত্ররা। অভিযোগকারী জানান সাবেক মেম্বার শামছুল আরেফিন হয়রানিমূলক কুমিল্লা ৩নং আমলী আদালতে মামলা নং পিআর মিছ- ৭১/২০০১ শামছুল আরেফিন বাদী হয়ে নিরীহ, অসহায় হাফেজ আহমদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করলে বিজ্ঞ আদালতের শুনানী শেষে মামলা থেকে অব্যাহতি পান। তিনি ছাড়াও এলাকার মানুষ শামছুল আরেফিন ও তার পুত্রদের অত্যাচার, ধর্ষন, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয়। দেশে জরুরী অবস্থা জারি হলেও শামছুল আরেফিন ও তার পুত্রদের দাপটের মাত্রা কমেনি। তাদের দৌরাতœ আগের মতই আছে। নিরীহ অসহায় হাফেজ আহমদ শামছুল আরেফিন ও তার পুত্রদের অত্যাচারে, নির্যাতনে, জোর পূর্বক জমি দখল ও হয়রানি থেকে মুক্তি পেতে চান। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।