সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে ফের দু’গোষ্ঠির সংঘর্ষে ৩০ নারী-পুরুষ আহত হয়েছে। প্রায় তিন ঘন্টা স্থায়ী সংঘর্ষে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সোমবার প্রথমদিনের সংঘর্ষের পর পরবর্তীতে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ ধামাউড়া গ্রামে ওই রাতেই চিরুনি অভিযান চালায়। দাঙ্গার সাথে জড়িত সন্দেহে ১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটককৃতরা হলো- জসিম, আব্দুল আমিন, জমশেদ, মনির হোসেন, জাবেদ মিয়া, জামির, নাসির উদ্দিন, মুহরম আলী, বাবুল মিয়া, লিয়াকত মিয়া, জয়নাল, মামুন, মাসুক, আব্দুল আলী, হুমায়ুন কবীর, লতিফ মিয়াা ও উমর আলী।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, উপজেলার অরুয়াইলের প্রত্যন্ত অঞ্চল ধামাউড়া গ্রামে স্বর্ণ চুরির বিষয়কে কেন্দ্র করে দু’গোষ্ঠির লোকদের মাঝে সংঘর্ষ হয়।