সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লাঃ
কুমিল্লা সদর উপজেলার বানাসুয়া গোমতী ব্রীজ এলাকার নিকট কন্টেইনার বাহী একটি ট্রেনের ২টি চাকা লাইনচ্যূত হয়। গতকাল ২৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সাথে চট্টগ্রাম, নোয়াখালী ও চাদপুরের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
কুমিল্লা রেলওয়ে ষ্টেশন সূত্র জানায়, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৮০৯ নং আপ কন্টেইনারবাহী ট্রেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাসুয়া এলাকায় দুর্ঘটনা কবলিত হয়। রেল সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের বানাসুয়া এলাকায় গোমতী নদীর দক্ষিণ তীরে ১৫৬/১-২ কিলোমিটারের মাঝামাঝি স্থানে ব্রীজ নং-২৪৩ এর নিকট গতকাল বিকেল ৪.২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৮০৯নং আপ কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিনের পিছনের দ্বিতীয় বগির দুটি চাকা লাইচ্যূত হয়। এতে ওই পথে রেলচলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা ও চট্টগ্রাম মুখী আন্তঃনগর গোধুলী এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন আখাউড়া ও লাকসাম ষ্টেশনে আটকা পড়ে রয়েছে। সন্ধ্যা সোয়া ৬টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন দূর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।