শামসুজ্জামান ডলার, মতলব (চাঁদপুর) :
মতলব উত্তরের লুধুয়া হাইস্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল রোববার অনুষ্ঠিত হয়।
লুধুয়া হাইস্কুল ও কলেজ মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরস্কার প্রদানের পূর্বে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্ণিং সভাপতি ও মতলব ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সালামত উল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন, গভর্ণিং বডির সদস্য মোঃ মফিজুল ইসলাম, আব্দুল হান্নান পাটওয়ারী, মোঃ সোহরাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ কামরুজ্জামান, মোঃ ফজলুল হক, প্রভাষক মোঃ রুহুল আমিন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আমিনুল করিম, মনসুর আহাম্মদ, স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আবুল বাসার, মোঃ আবদুল মতিন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন, ক্রীড়া শিক্ষক মোঃ আকতার হোসেন, লুধুয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জানেবুল হক, লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আকতার হোসন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ সালামত উল্যাহ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তাছাড়া শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই।