প্রথম আলোয় প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

শরিফুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
মুরাদনগরে ‘‘অধ্যক্ষ কে পাশ কাটিয়ে সহকারী অধ্যাপকের আবেদন পত্রে সই’’ শিরোনামে মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সরকার গত ১৫ জানুয়ারী দৈনিক প্রথম আলো পত্রিকায় সারাদেশ পাতায় প্রকাশিত সংবাদে তাকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ।

গত শুক্রবার মুরাদনরস্থ একটি বাসায় জাহাঙ্গীর আলম সরকার স্বাক্ষরিত লিখিত সংবাদ সম্মেলনে বলা হয়, মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা নিজেই কলেজের অধ্যক্ষ,তা ছারা তিনি বাংলাদেশ আওয়ামীলীগের হোমনা উপজেলার সভাপতি এবং আমি উনার জেলা কমিটির সাধারন সম্পাদক সেখানে ঐ কলেজে আমার আধিপত্য বিস্তারের চেষ্টা করার যে কাল্পনিক বক্তব্য তুলে ধরা হয়েছে তা একেবারেই হাস্যকর। আমার সমাজিক ও রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল অর্জিত সুনামকে সর্ব মহলে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য সরবারহ করে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সাংবাদিক বন্ধুকে প্রভাবিত করে এই সংবাদ পরিবেশন করা হয়েছে। তা ছারা প্রতিবেদক আমার কোন বক্তব্য না নিয়েই মন গড়া সংবাদটি আমাকে মর্মাহত করেছে যা ঐ পত্রিকায় আমি কখনো আশা করি নাই। পরিবেশিত সংবাদের কোন অংশে আমার কোন শংশ্লিষ্টতা নেই,আর তাই আমি এর তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারী দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদটিতে বলা হয়,২০১২ সালের এইচএসসি পরীক্ষার জন্য অধ্যাপক আবদুল মজিদ কলেজ থেকে দুই দফায় ৮৫৭ জন শিক্ষার্থীর নাম জমা দেওয়া হয়। এর মধ্যে ২৭ ডিসেম্বর ৭৯০ জন ও ২ জানুয়ারি ৬৭ জন শিক্ষার্থীর আবেদনপত্র জমা দেন কলেজের অফিস সহকারী জাকির হোসেন। কিন্তু এসব আবেদনে কলেজের অধ্যক্ষের সই নেই। সই করেছেন কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগর। আর ঐ স্বাক্ষর প্রদানে জাহাঙ্গীর আলম সরকার সহকারী অধ্যাপক আলী আজগরকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাপ প্রয়োগের অভিযোগ করা হয়।

কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সরকরের মোবাইল নং-০১৮১৭-১৪৪৪৬৭।

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদটির লিংক- http://www.prothom-alo.com/detail/date/2012-01-15/news/216702

Check Also

করিমপুর মাদরাসায় বোখারী শরীফের খতম ও দোয়া

মো. হাবিবুর রহমান :– কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ মাদরাসায় ১৪৪০ ...

Leave a Reply