অযত্মে আর অবহেলায় পড়ে আছে লাকসাম রেলওয়ের কোটি টাকার যন্ত্রাংশ

জামাল উদ্দিন স্বপন:

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর গাফলতি ও অবহেলার কারণে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি দিন দিন নষ্ট হতে চলেছে। এছাড়াও পতিত এসব মালামাল ছিনতাইকারী ও ভাঙ্গারী ব্যবসায়ীদের নিকট চুরি করে বিক্রি করারও অভিযোগ পাওয়া যায়।

জানা যায়-বর্তমান সরকার রেলওয়েকে আধুনিক ও যুগোপযুগী করতে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে রেল মন্ত্রণালয় গঠন করেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দপ্তরের আধুনিকায়নের পাশাপাশি রেলওয়ে মন্ত্রনালয়কে যোগাযোগ মন্ত্রনালয় থেকে আলাদা করে যুগোপযুগী ও বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নের লক্ষে দক্ষ ও অভিজ্ঞ একজন রাজনীতিবিদকে রেল মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয়। মন্ত্রনালয়ের শুরুতে লাকসাম-চট্রগ্রাম রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করণ ও লাকসাম-চাঁদপুর রেলসড়ক সংস্করণের কাজ হাতে নেয়। কয়েক কোটি টাকা ব্যায়ে রেলওয়ের আধুনিকায়ন করার কাজ হাতে নিলেও রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর অবহেলা আর উদাসিনতার কারণে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পত্তি বে-দখল এবং শতশত কোটি টাকার রেল-লাইন ও বিভিন্ন যন্ত্রাংশ অবহেলা ও অযত্মে ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার একদিকে রেলওয়েকে যুগোপযুগি ও আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে অন্যদিকে রেলওয়ে মন্ত্রণালয়ের অধিনস্ত বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের অর্থলোভ ও অবহেলার কারণে এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যাচ্ছে না। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষে রেল মন্ত্রণালয়কে ঢেলে সাজানো ও লোকবল সংকট নিরসন দ্রুত প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মহল। এছাড়াও পরিত্যাক্ত রেল-লাইন ও বিভিন্ন যন্ত্রপাতি পরিত্যাক্ত অবস্থা থেকে উদ্ধার করে রেলওয়ের আওতাধীনে এনে রেলওয়ের কোটি কোটি টাকা ধ্বংসের হাত থেকে রক্ষা প্রয়োজন।

Check Also

নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১২তম মৃত্যু বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার :– নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লার লাকসামে নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ...

Leave a Reply