মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোড়পুনি গ্রামে পাষন্ড স্বামী’র দেওয়া আগুনে স্ত্রীর বসত ঘর পুড়ে দেড় লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ রৌশন আরা (৪৫) জানান, তার স্বামী হারুন মিয়া তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হলে বুধবার (১৮ জানুয়ারী) গভীর রাতে সকলের অগচোরে বসত ঘরে কেরসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী ঘর থেকে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এসময় পার্শ্ববর্তী আরও কয়েকটি ঘরে আগুন লেগে অংশ বিশেষ পুড়ে যায়।
জানাগেছে, হারুন মিয়া’র বাড়ী পার্শ্ববর্তী কাশিমপুর গ্রামে। রৌশন আরা’র সাথে বিয়ের পর থেকে হারুন মিয়া কোন কাজ না করায় পারিবারিক কলহ লেগে থাকত। অসহ্য হয়ে কয়েক বছর আগে রৌশন আরা তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়ি জোড়পুনি গ্রামে চলে আসে। মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে নিয়ে কোন রকম দিন যাপন করত সে। দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহের জেড় ধরে ওই ঘটনা ঘটে। ওই দিন স্বামী সাথে বাকবিতন্ডা হলে রৌশনআরা তার ভাইয়ের ঘরে অবস্থান করে। ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল হোসেন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।