কিশোর কুমার :
কচুয়ার উপজেলার রহিমানগর ঝিলমিল স্বাংস্কৃতিক সংঘের উদ্যোগে ৭দিন ব্যাপি শীতকালীন পিঠা উৎসব আজ শুক্রবার উদ্বোধন করা হচ্ছে। এ উপলক্ষে স্থানীয় রহিমানগর কলেজ মাঠে কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আওয়ামী লীগ নেতা মোঃ শাহাদাৎ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কচুয়া উপজেলা ভাইস চেয়াম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ও গোহট দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করবেন রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সাবেক জি.এস রাসেদুল হাছান চৌধুরী সুমন। ঝিলমিল স্বাংস্কৃতিক সংগঠন এর সভাপতি ফরহাদ চৌধুরী সাত দিন ব্যাপি অনুষ্ঠান উপভোগ করতে সকলকে বিশেষ ভাবে দাওয়াত করেছেন।