শরিফুল আলম চৌধুরী,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
দেবীদ্বারের আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর রাজনীতিচর্চা এবং রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। ক্ষমতাসীন দলের আদর্শ, লক্ষ, উদ্দেশ্য, ও করণীয় সম্পর্কে রাজনীতিচর্চা না থাকায়, অধিকাংশ নেতা-কর্মী রাজনীতি বলতে ঠিকাদারীর ভাগ-বাটোয়ারা, জবরদখল, দালালী, লুটপাট, চাঁদাবাজী, জুয়া, মাদক ব্যবসা, সন্ত্রাসী ক্যাডার হওয়াকে বুঝে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এসকল ভাসমান নেতা-কর্মীরা যেমন সমাজের জন্য অভিশাপ, তেমনি দলের জন্য বোঝা, ক্ষমতার পরিবর্তন হলে তাদের দল পরিবর্তনের হিড়িক পড়ে যায়। সাংগঠনিক কাঠামো ভেঙ্গে থুবরে পড়া দল তখন আর ঘুরে দাড়াতে পারে না। বুধবার সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির বৈঠকে সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় দেবীদ্বারের আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতির জন্য রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করে নাগরিক জীবনে স্বস্তী ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের রাজনীতি চর্চার আহবান জানিয়ে আলোচকরা ক্ষোভের সাথে ওই বক্তব্য তুলে ধরেন।
ইউএনও’র সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় কমিটির উপদেষ্টা, কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সরকারী প্রতিষ্ঠান সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা দেবীদ্বারের আইনশৃংখলা পরিস্থিতির অবনতীতে ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগনের জান-মালের নিরাপত্তায় বাঁধাগ্রস্তকারী কাউকে ছার দেয়া হবেনা, স্থানীয় আওয়ামীলীগ ব্যক্তিকেন্দ্রীক নানাভাবে বিভক্ত, অগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আমি দলের সাথেও আপোষ করবো না, জন-জীবনে শান্তি বিনষ্টকারী দলের যতবড় নেতা-কর্মীই হউক তাকে জনস্বার্থে আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশ ও স্থানীয় প্রশাসনকে। তিনি দেবীদ্বারের জানজট নিরসনে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন সড়কে মালবাহী ট্রাক্টর চলাচলে নিষিদ্ধ, লাইসেন্স ও রেজিষ্ট্রেশন বিহীন ট্রাক্টর, সিএনজি চালিত অটোরিক্সাগুলো চিহ্নীত করে প্রশাসনকে আইনের আওতায় আনার নির্দেশ প্রদানসহ ক্ষোভের সাথে আরো বলেন, সরকার কোটি কোটি টাকা ভর্তুকী দিয়ে কৃষকের জন্য ট্রাক্টর আমদানী করলেও এক শ্রেণীর সুবিধাভোগী ব্যবসায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ক্ষতিকারক মোটা চাকা বিশিষ্ট ওই ট্রাক্টরগুলো দিয়ে মাল পরিবহনের কাজে ব্যবহার করছে, ফলে অল্পদিনেই নির্মিত সড়ক ভেঙ্গে যাচ্ছে, জানজট, ধূলাবালিতে পরিবেশ নষ্ট করছে যা সাধারণ মালবাহী ট্রাক দ্বারা ক্ষতি হয়না।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন বলেন, আওয়ামী লীগের ব্যক্তিকেন্দ্রীক দলীয় বিভক্তির বাইরেও থানা পুলিশের সেবায়ও একটি দল আছে, যে দল পুলিশের দালালী ও বদলীর তদবীর বিষয় দেখাশোনা করে।
উপজেলাপরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম বলেন, বিাভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও বিভিন্ন স্পটে মেয়েদের উত্বক্তকারী বখাটে এবং মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আশংকাজনক।
উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন, এসিল্যান্ড কর্তৃক সাত জ্বাল দলিল সম্পাদনকারীর বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি এবং বিগত কয়েক বছরের উদ্ধারকৃত মদ, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন অবৈধ মালামালের হিসেব জানতে চেয়ে বলেন, এ কয়েক বছরে উদ্ধারকৃত এত মালামাল থানার গুদামে সংরক্ষণ করা সম্ভব নয়, সেগুলো পুনঃরায় বাজারজাত হয়েছে কি না জানতে চান।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(সার্বিক) স্বপনকুমার নাথ আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের নানা কর্মকান্ড ও অভিযানের সফলতা তুলে ধরে জানান, উদ্ধারকৃত মাদক থানার গুদামঘরে রক্ষিত আছে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, মাদক, বখাটে, ইভটিজার এবং জানজট নিরসনে মোবাইল কোটের মাধ্যমে অভিযান পরিচালনা, গ্রেফতার জরিমানা অব্যাহত আছে।