চান্দিনায় অপহৃত স্কুল ছাত্রী ঢাকা থেকে উদ্ধার; গ্রেফতার ১

মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী উম্মে হাবিবা তিসাকে অপহরণের দুই মাস পর গত মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে ঢাকা থেকে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামী শিশির আহাম্মদ সুমনকে (২১) গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত তিসার বাবা সালামত উল্লাহ প্রধান জানান, তিসা (১৪) চান্দিনার জোয়াগ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার রোল নং-১। সে পাশ্ববর্তী কৈলাইন গ্রামের লন্ডন কোচিং সেন্টারে দেলোয়ার পাটোয়ারী শিক্ষকের নিকট কোচিং করত। শিক্ষক দেলোয়ার পাটোয়ারীর শ্যালক বরগুনা জেলার আমতলী উপজেলার গোছাখালী গ্রামের মো. আব্দুল জব্বার হাওলাদারের পুত্র শিশির আহাম্মদ সুমন (২১) গত জেএসসি পরীক্ষা চলাকালিন এক রাতে তিসাকে বাড়ি থেকে অপহরণ করে। অপহৃতা তিসা জানায়, ঘটনার দিন গত (২০ নভেম্বর) রাতে আমি প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে কয়েকজন লোক আমাকে মুখে চাপা দিয়ে নিয়ে যায়। তারা আমাকে প্রথমে পটুয়াখালী এবং পরে ঢাকায় নিয়ে যায়। আমি এই নরপিসাচদের কারণে আমার জেএসসি’র সর্বশেষ কৃষি বিজ্ঞান পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারিনি।

এঘটনায় অপহৃত তিসার বাবা সালামত উল্লাহ বাদী হয়ে ৩জনকে আসামী করে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ফিরোজ গত মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাত ৯টায় ঢাকার এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর এলাকা থেকে অপহৃত তিসাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী সুমনকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ৩টায় তিসাকে ও গ্রেফতারকৃত আসামীকে চান্দিনা থানায় আনা হয়।

চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোর্সেদ জানান, তিসাকে অপহরণকারী সুমন কুমতলবে অপহরণ করেছিল। আমরা তাকে উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। তাদেরকে আদালতে সোপর্দ করার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Check Also

কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমা : জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী জেল হাজতে

কুমিল্লা প্রতিনিধি :– কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আটক জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী আদালতে জবানবন্দী ...

Leave a Reply