এম.আমজাদ চৌধুরী রুনু মালয়েশিয়া থেকে :
গত ১২ই জানুয়ারি আখাউড়া পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ছাএলীগ সভাপতি তাকজিল খলিফা কাজল বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামিলীগ, যুবলীগ, ছাএলীগ মালয়েশিয়া শাখা । এক যুক্তবিবৃতিত্বে আখাউড়া পৌরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন আখাউড়া বাসী একজন সৎ ও যোগ্য নেতা নির্বাচিত করেছেন এবং নবনির্বাচিত মেয়র কাজল তার যোগ্য নেতৃত্বে পৌরবাসীর সকল আশা আকাঙ্কা পূরণে সমর্ত হবেন । যুক্তবিবৃতিত্বে সাহ্মর করেন মালয়েশিয়া আ’লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি ও কুমিল্লার কৃর্তি সন্তান মোঃ অহিদুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল করিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ রাসেদ বাদল, যুগ্র-সম্পাদক মোঃ মাহতাব খন্দকার, মোঃ হুমায়ন কবীর, দপ্তর সম্পাদক মোঃ জাকির হুসেন, শ্রমিকলীগ সভাপতি হাজী মোঃ লিটন আজিজ দেওয়ান, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনসুর আল বাসার সোহেল, ছাএলীগ ভারপ্রাপÍ সভাপতি জহিরুল ইসলাম জহির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব হুসেন রুবেল, জালান ইপু শাখার সভাপতি এ.কে.এম. আবুল হুসেন, সেরডাং শাখার সহ-সভাপতি নুর মোহম্মদ ভ’ইয়া ও সাংবাদিক এম.আমজাদ চৌধুরী রুনু ।
