আজ দারোগাবাড়ীতে হজরত শাহ্ আবদুল্লাহ্ ক্বাদেরী গাজীপুরী (রাঃ) ১০৮ তম ওরস

কুমিল্লা সংবাদদাতা :

বৃহস্পতিবার কুমিল্লা মহানগরীর প্রানকেন্দ্র দারোগাবাড়ীতে সুলতানুল কুমিল্লা,গাউছে জামান,হজরত মাওলানা,হাফেজ,ক্বারী শাহ্ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রাঃ) এঁর ১০৮ তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে। ওরস মোবারকের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ওরসের সার্বিক নিরাপত্তা গ্রহন করা হয়েছে। ওরসের কর্মসূচীর মধ্যে রয়েছে আজ সকাল থেকে কোরআন শরীফ খতমে তেলাওয়াত, শাহ্ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রাঃ) এঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা,জিকির-আজকার,মিলাদ-মাহফিল,সালাতুস সালাম এবং বাদ ফজর আখেরী মোনাজাত ও তাবারুক বিতরন।

এদিকে সুলতানুল কুমিল্লা,গাউছেজামান,হজরত মাওলানা শাহ্ আবদুল্লাহ্ আলক্বাদেরী গাজীপুরী (রাঃ) এঁর ১০৮ তম বাৎসরিক ওরস শরীফকে কেন্দ্র করে আরেফে রব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটি হজরতের মাজার জেয়ারত, সোসাইটির কুমিল্লা মহানগরী কার্যালয়ে খতমে ক্বাদেরী, জিকির-আজকার,মিলাদ-মাহফিল,সালাতুস সালাম এবং বাদ ফজর আখেরী মোনাজাত করবেন সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply