নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান আক্তার, আলী হোসেন মোল্লা, মোঃ ছাদির মোল্লা, মোঃ ফারুক মিয়া সরকার, উপজেলা যুবদল নেতা কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা ছাত্রদল নেতা মনির হোসেন ভূঁইয়া প্রমূখ। সভায় বক্তরা অনতিবিলম্বে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও এক সপ্তাহের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং যদি মুক্তি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে অভিমত ব্যক্ত করেন। প্রতিবাদ সভার পর কড়িকান্দি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল গৌরীপুর-হোমনা সড়কে উঠতে চাইলে পুলিশ এতে বাঁধা দেয় এবং মিছিল বন্ধ রাখতে অনুরোধ জানান। তার বিক্ষোভকারীরা কড়িকান্দি বাজারের রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।