চান্দিনায় ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা না হওয়ায় মহাসড়ক অবরোধ

মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
চান্দিনা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগ এর একটি গ্র“পের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। গতকাল শনিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় প্রায় ১০মিনিট মহাসড়ক অবরোধ করে রাখলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করে যানচলাচল স্বাভাবিক করে।

উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষ্যে গতকাল শনিবার সকালে উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ৫জন প্রার্থী থাকায় সন্ধ্যা হয়ে গেলেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতারা। প্রথম অধিবেশন শেষ হলে প্রধান অতিথি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি ছাত্রলীগ এর কেন্দ্রীয় নেতাদের নিয়ে তার একটি প্রতিষ্ঠানে চলে গেলে ক্ষিপ্ত হয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রার্থী সোহাগ ও তার সমর্থিত ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে মহাসড়কের মাধাইয়া এলাকায় অবরোধ করে। এ সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে এক ঘন্টারও বেশি সময় লাগে।

এব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম জানান, যখন আমরা দেখতে পেলাম একই পদে একাধিক প্রার্থী রয়েছে। ওই মুহুর্তে কমিটি ঘোষণা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনায় আমরা কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সমন্বয়ে প্রার্থীদের যোগ্যতা ও বয়সের সীমারেখা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণের কথা বলে প্রথম অধিবেশন শেষ করি। আমরা সভাস্থল ত্যাগ করার পর এমন ঘটনার সৃষ্টি হয়। তবে যারা এমন ঘটনা ঘটায় তারা ছাত্রলীগের নিয়মনীতি মানে না এবং সুনাম ক্ষুন্ন করেছে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী, সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফয়েজ উদ্দিন হাসান, মো. হেদায়েত উল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এহতেসামুল হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু প্রমুখ।

এব্যাপারে জানতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর ব্যক্তিগত মোবাইলে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Check Also

কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমা : জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী জেল হাজতে

কুমিল্লা প্রতিনিধি :– কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আটক জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী আদালতে জবানবন্দী ...

Leave a Reply