মনোহরগঞ্জে বিয়ের দাবীতে ছেলের বোনের বাড়ীতে মেয়ের অবস্থান

জি.এম. ইসমাইল :
শাহরাস্তি উপজেলার পানচাইল গ্রামের আবুল কাশেমেরে মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মমতাজ আক্তার মনি (১৫) বিয়ের দাবীতে প্রেমিক জহির উদ্দিন (২৫) এর বোনের বাড়ী মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের কাজী বাড়িতে অবস্থান নেয়। জানা যায় মনোহরগঞ্জ উপজেলার জিনারাগ গ্রামের ব্যাপারি বাড়ির মাষ্টার আইউব আলীর ছেলে জহির এর সাথে মমতাজের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি জহির উদ্দিন মমতাজকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। এর মধ্যে দুজনের মাঝে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। গত ৫ জানুয়ারী জহির মমতাজকে বিয়ের কথা বলে চাটখিলে একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করে। সেখান থেকে দুপুর বেলায় জহির মমতাজকে নিয়ে তার এক মামাতো ভাই সহ রামগঞ্জে যায়। সেখান থেকে সন্ধ্যায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং জহিরের বোনের বাড়ি নোয়াগাও গ্রামে আসতে বলে। মমতাজ পরদিন সকাল বেলা জহিরের বোনের বাড়িতে গিয়ে অবস্থান করে এ সংবাদ পেয়ে সে পালিয়ে যায়। এ ব্যাপারে মমতাজের সাথে কথা বললে সে জানায় জহিরের বাড়িতে তার জেঠা বিয়ে করে সে সুবাদে তার সাথে পরিচয় এবং মন নেওয়া দেওয়া সম্পর্ক গড়ে উঠে। জহির বিয়ে করবে বলে প্রায়ই তার সাথে শারিরীক মেলামেশা করত। গত ৫ই জানুয়ারী জহির তাকে বিয়ে করবে বলে আসতে বলে। তখন আমি নগদ ১০ হাজার টাকা ১ ভরি স্বর্ণ মোবাইল সেট সহ তার সাথে দেখা করি তখন সে আমাকে চাটখিল একটি হোটেলে নিয়ে যায়। সেখানে আমরা দুইজন শারিরীক ভাবে মিলিত হই এবং সে আমার কাছ থেকে নগদ টাকা, গহনা ও মোবাইল সেট নিয়ে যায়। সে থেকে ঘুরিয়ে আমাকে তার বোনের বাড়িতে যেতে বলে। সেখানে সে আমাকে বিয়ে করবে। মমতাজ আরো জানায় সে আমার যে সর্বনাশ করেছে আমি তাকে বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে যাবো না। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেব। এ ব্যাপারে জহিরের বোনের সাথে যোগাযোগ করা হলে তিনি তাদের দুজনের সম্পর্কের কথা স্বীকার করেন তবে মমতাজ এ বাড়িতে আসার ব্যাপারে কিছুই জানেনা বলেন। জহিরের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা এর সমাধানের চেষ্টা করছি।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply