নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা :
তিতাসে গৌরীপুর হোমনা সড়কের দড়িকান্দি ব্রীজ সংলগ্ন স্থানে একই তারিখে বিএনপি ও আওয়ামীলীগের সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করলে প্রশাসনের পক্ষ থেকে আজ ১৪ জানুয়ারী সকাল ৮টায় উক্ত স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পূর্ব নির্ধারিত তারিখ মোতাবেক আজ ১৪ জানুয়ারী বিকাল ৩টায় গৌরীপুর হোমনা সড়কের দড়িকান্দি ব্রীজ সংলগ্ন লতিফ মার্কেটের সামনে সমাবেশ করার জন্য গত এক সপ্তাহ যাবৎ ডেকোরেশনের কাজ করে। গত শুক্রবার সকালকে একই স্থানে একই ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ করার জন্য মাইকিং করে। এতে এলাকার সাধারণ জনগণ ও বিভিন্ন দলের নেতাকর্মীদের মাঝে আতংক ও উত্তেজনা ছড়িয়ে পরে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে সন্ধ্যা ৬টায় তিতাস থানা পুলিশ উভয় দলের মাইকিং বন্ধ করে দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নিলেও তা না হওয়া প্রশাসনের পক্ষ থেকে সভাস্থলে ও তার আশে-পাশে ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে নির্ধারিত তারিখে ইউনিয়ন আওয়ামীলীগ কোন সমাবেশ না করলেও ইউনিয়ন বিএনপি গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি উপ-বিদ্যুৎ কেন্দ্রের পাশে সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-২ আসনের এমপি আলহাজ্ব এম.কে আনোয়ার। ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদির মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা জাসাসের সভাপতি মেহেদী হাসান সেলিম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আদিলুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মনির হোসেন ভূঁইয়া প্রমূখ।