সাগর চৌধুরী :
দেশ আজ ভয়াবহ ক্রান্তি লগ্নে দেশকে বাঁচিয়ে রাখতে আপনারা প্রবাসীরা এগিয়ে আসুন । নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাহিরে । ব্যাংক খালি,আইন শৃংখলার অবনতী,গুম হত্যা মহামারি আকারে দেখা দিয়েছে,মন্ত্রীদের মিথ্যাচার,বিরোধীদলের নেতা কর্মীদের কথায় কথায় গ্রেফতার নির্যাতন আজ আমাদের নিত্য সঙ্গী । উল্লেখিত কথাগুলি বলেন লায়ন হারুনুর রশীদ । গত ১২ জানুয়ারী ’১২ বৃহঃবার রাত্র ৯.৩০ টায় সৌদি আরবের রিয়াদে আজিজিয়া নূরমাছ কমিউনিটি সেন্টারে প্রবাসী চাঁদপুর জেলা বি.এন.পি‘র পক্ষ থেকে লায়ন হারুনুর রশীদ এম. পি. কে সংর্বধনা দেওয়া হয় । এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাজুলইসলাম গাজি । সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক হানিফ মুন্সি । পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । সংর্বধনা সভায় সৌদি আরবের দাম্মাম, হাইল, হাসা সহ বিভিন্ন প্রদেশ থেকে বি.এন.পি‘র বিপুল সংখক নেতাকর্মী অংশ গ্রহন করেন । তাছাড়া রিয়াদের বি.এন.পি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দু, বাংলাদেশ কমিউনিটির পেশাজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবী, শ্রমিকসহ প্রবাসীরা যোগদেন । কমিউনিটি সেন্টারের হল রুম কানায় কানায় পরিপূর্ন্ হওয়ায় অনেকেই পাশের খালি জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন । টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বি.এন.পি‘র সভাপতি মমিনুল হক ইন্জিনিয়ার । প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, এন সি সি গ্রুফের চেয়ারম্যান,সমাজসেবক,শিক্ষানুরাগী, চাঁদপুর জেলার ফরিদগন্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদ । বিষেশ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বি.এন.পি‘র অন্যতম নেতা ক্বারী আঃ হাকিম, এম.পি‘র শ্বশুর ,কাজী জাহানঙ্গীর, শরিফ হোসেন খাঁন,মোস্তফা মুন্সি,বিল্লাল কন্ট্যাক্টর,রিয়াজুল আলম দুলাল,জিএম শরীফ,ইব্রাহীম সরকার,ফখরুল ইসলাম,মিজান পাঠান,জামাল ব্যবসায়ী, জাহানঙ্গীর বেপারী,আবুল বাশার মৃধা,ইউনূছ মিজি, প্রবাসী চাঁদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক মীর বিল্লাল, প্রবাসী চাঁদপুর জেলা যুবদল নেতা রাজু পাটোওয়ারী, প্রবাসী চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন কিরন,আরিফ,দাম্মামস্হ প্রবাসী চাঁদপুর জেলা বি.এন.পি‘র সভাপতি মনিরুজ্জামান মানিক,আল হাসা বি.এন.পি নেতা দুলাল, হাইল বি.এন.পি নেতা ইউনূছ ইকবাল, দাম্মাম বি.এন.পি নেতা সামছুল ইসলাম, দাম্মাম যুবদল নেতা বখতিয়ার উদ্দিন, নুরুল আমিন লিটন,নেয়ামত উল্লা প্রমূখ । বক্তব্য রাখেন আহমদ উল্লা জনি,জামায়াত নেতা সালেহ ছিদ্দিকী,ডাঃ সোহান,দুলাল ছিদ্দিক,জামাল পাটারী,স্বপন সিকদার,মোফাজ্জল হোসেন স্বপন,মোজাফ্ফর হোসেন,আঃ হালিম,মিরাজুল ইসলাম রাজু,মতিউর রহমান মতি, জাহানঙ্গীর আলম প্রমূখ । প্রধান অতিথিকে সন্মান সূচক ক্রেষ্ট তুলে দেন প্রবাসী চাঁদপুর জেলা বি.এন.পি‘র নেতৃবৃন্দু । সালাহউদ্দিন কাদের চৌধুরী মুক্তি পরিষদের পক্ষ থেকেও তাকে আরেকটি সন্মান সূচক ক্রেষ্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দু । সংর্বধনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । নৈশ ভোজের মাধ্যমে সংর্বধনা সভার সমাপ্তি ঘটে ।
