আরিফুল ইসলাম সুমন ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিবহন শ্রমিক নেতা রিপন হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার সকালে স্থানীয় বিশ্বরোড় মোড় এলাকায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ জনতা রিপন হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও তার ফাঁসির দাবি করেন। খবর পেয়ে হাইওয়ে ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার কুট্টাপাড়া গ্রামের প্রায় তিন শতাধিক বিক্ষুব্ধ গ্রামবাসী ব্যানার ফেস্টুন সহকারে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ কর্মসূচির নেতৃত্ব দেন নিহত রিপনের বৃদ্ধ মাতা হনুফা বেগম (৮০)। এতে সড়কের দু’পাশে শত শত যান আটকা পড়ে। বিক্ষুব্ধরা সড়কে শুয়ে প্রতিবাদ করে। এসময় নিহত রিপনের মাতা বলেন, আমার ছেলের হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন মাস্টারকে দ্রুত গ্রেপ্তার ও তার ফাঁসির দাবি করছি। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ থাকার পর পুলিশ এসে বিক্ষুব্ধদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যহার করান।