আরিফুল ইসলাম সুমন ॥
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও আগামি এসএসসি পরীক্ষার্থী মনি আক্তার নিখোঁজ হওয়ার ৯ দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। পুলিশ বলছে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে মনিকে হারিয়ে তার অসহায় মাতা ও প্রবাস ফেরত পিতা সহ পরিবারের লোকজন এখন দিশেহারা। মেয়ের স্কুল ড্রেস ও বই-খাতা নিয়ে অসহায় মাতা শুধুই বিলাপ করছেন।
স্কুলছাত্রীর পরিবার জানায়, গত ৩ ডিসেম্বর সকালে উপজেলা সদরের বড্ডাপাড়া গ্রামের প্রবাসী ছাদেক মিয়ার কন্যা এসএসসি পরীক্ষার্থী মনি আক্তার প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর ফিরেনি। বহু খুঁজাখুজির পর তার পরিবার বিষয়টি থানাপুলিশকে লিখিতভাবে জানান। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, সব জায়গায় মেয়েটির ছবি সহ ম্যাসেজ পাঠানো হয়েছে। মেয়েটির সন্ধানে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।