সরাইলে ১০ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার প্রত্যেককে দুই বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
সরাইলে ১০ কেজি গাঁজা সহ ৫ জনকে গ্রেফতারের পর প্রত্যেককে দুই বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল-নাসিরনগর সড়কের কালীকচ্ছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শাহ আলম ( নং-৪৮১২০) একটি সি এন জি অটোরিক্‌্রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম শাহে দুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের প্রত্যেককে দুই বছর করে জেল দিয়ে কারাগারে পাঠিয়েছেন। পুলিশ ও স্থানীয় বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেলে পৌর শহরের কুমারশীল মোড় থেকে নাসির নগর উপজেলার ভলাকুট নদীর পাড়ে পৌঁছে দেয়ার শর্তে চালক ও দুই মহিলা সহ ৫ ব্যক্তি গাঁজা নিয়ে সি এন জি যোগে রওয়ানা দেয়। সংবাদ পেয়ে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা সি এন জিটিতে অভিযান চালায়। এ সময় তারা গাঁজাসহ পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- সি এন জি চালক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়ার মজনু মিয়ার ছেলে নুর আলম (৪৬), নাসির নগর চাতল পাড়ের মোঃ হায়াত আলীর ছেলে গাজীউর রহমান (১৮), ময়মনসিংহের ইশ্বরগঞ্জের হোসেন আলীর ছেলে দ্বীন ইসলাম (৫০) তার স্ত্রী বেদেনা বেগম (৩৭) ও আখাউড়া নোয়াপাড়ার নাসের মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (৪২)। পলাশ (৪৫) নামের ব্যক্তিটি পালিয়ে যায়।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply