এম.আমজাদ চৌধুরী রুনু কুয়ালালামপুর.মালয়েশিয়া থেকে :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলহ্মে বাংলাদেশ আওয়ামিলীগ মালয়েশিয়া শাখা উদ্যোগে হোটেল ফাষ্ট বিজনেজ ইন কুয়ালালামপুর মালয়েশিয়া এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আ’লীগ এর সম্মাণীত সহ-সভাপতি ও কুমিল্লার কৃতিৃ সন্তান মোঃ অহিদুর রহমান, সভার শুরুতে পবিএ কোরান তেলাওয়াত করেন মোঃ জহিরুল ইসলাম জহির , পরিচালনায় করেন মোঃ শাখাওয়াত হুসেন জোসেফ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন নারায়ন গন্জের কৃর্তি সন্তান রাজ পথ কাপানো ও বিরোধী দলের আতন্ক সাবেক সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান । বিশেষ অতিথি হিসাবে উপ¯িহত ছিলেন মালয়েশিয়া আ’লীগ এর সম্মাণীত সহ-সভাপতি মোঃ মকবুল হুসেন মুকুল, সহ-সভাপতি মোঃ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, যুগ্র-সম্পাদক মোঃ রাসেদ বাদল, যুগ্র-সম্পাদক মোঃ মাহতাব খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সর্দার, বীর মুক্তিযুদ্ধা মোঃ শওকত হুসেন পান্না, প্রবাসী কন্ঠ সম্পাদক বাবু গৌতম রায়, শ্রমিকলীগ সভাপতি হাজী মোঃ লিটন আজিজ দেওয়ান, যুবলীগ আহবায়ক মো্ ঃকামাল চৌধুরী ।
উক্ত সভায় জাতীর জনক বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনির উপর আলোচনা করে বক্তব্য রাখেন সভায় প্রধান অতিথি ও নারায়ন গন্জের কৃর্তি সন্তান রাজ পথ কাপানো ও বিরোধী দলের আতন্ক সাবেক সংসদ সদস্য এ.কে.এম.শামীম ওসমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তি যুদ্ধা মোঃ শওকত হুসেন পান্না, মালয়েশিয়া আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, যুগ্র-সম্পাদক মোঃ রাসেদ বাদল মোঃ হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সর্দার, প্রবাসী কন্ঠ সম্পাদক বাবু গৌতম রায়,আ’লীগ নেতা মোঃ আবুল হুসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আল বাসার সোহেল, ছাএলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহির, ন্যাশনাল নিউজ ডট বিডি.দৈনিক সিলেট.বাংলাদেশবার্তা.ব্রাহ্মণবাড়ীয়া২৪ডট. মালয়েশিয়া প্রতিনিধি ও উপ-দপ্তর সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু, কেপং শাখা সভাপতি এ.কে.এম.আবুল হুসেন, মোঃ আব্দুল বাতেন প্রমূহ।