নাজমুল করিম ফারুক/শরীফ প্রধান, তিতাস :
জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সারা দেশের ন্যায় তিতাস উপজেলা শাখার উদ্যোগে বাদ আসর কড়িকান্দি বাজারে বিক্ষোভ মিছিল বের করে। কড়িকান্দি বাজারের চতুরদিকে উৎপেতে থাকা পুলিশ বাহিনী বিক্ষোভ মিছিলে হামলা চালায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং অন্যান্য নেতাকর্মীদের উপর দফায় দফায় পুলিশ লাঠিচার্জ করে। এতে নেতাকর্মীদের এলোপাতারী ছোটাছুটিতে বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আতংক বিরাজ করে এবং অনেকে দোকান পাট বন্ধ করে দেয়।