আলমগীর তালুকদার, কচুয়, চাঁদপুর :
কচুয়া থানায় নব যোগদানকৃত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মঙ্গলবার ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিানময় সভায় বলেন, সম্মিালত প্রচেষ্টায় সমাজ থেকে অপরাধ নিমূল করা হবে । অপরাধ দমনে সহায়তা করার জন্য কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম জোরদার করলে সাধারন জনগন দ্রুত ন্যায় বিচার পাবে । কচুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত)দিলদার আজাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কমন্ডার আঃ রশিদ পাঠান, সাধারন সম্পাদক প্রানধন দেব,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি, শ্রমিক নেতা গিয়াস উাদ্দন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য শহীদ দর্জি, আবুবক্কর মিয়াজি, সফিকুল ইসলাম প্রমূখ
Check Also
যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি
চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...