প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফর সীমান্ত হাটের দাবি জানাবে ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
আগামী ১১ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে ত্রিপুরায় যাচ্ছেন। সফরের প্রথম দিন বিকেল পাঁচটায় তিনি আগরতলা প্রজ্ঞাভবনে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। ওই বৈঠকে ব্যবসায়ীরা ত্রিপুরা, মেঘালয়সহ রাজ্যগুলোর সীমান্তে হাট বসানোর দাবি জানাবেন।

ভারতের একধিক ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র ‘সকালবেলা’ এর ত্রিপুরা সংস্করণে রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে। পত্রিকাটি জানিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে ৪টি সীমান্ত হাট করার একটি প্রস্তাব আসতে পারে।

বিশেষ করে রাঘনা কসবা, ঋষ্যমুখ এবং কমলপুর সীমান্ত হাট করার বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি সীমান্ত হাট হলে সীমান্ত এলাকায় ব্যবসা-বাণিজ্যে একটা নতুন দ্বার খুলবে, দুই দেশের পণ্যের সাথে লোকজন পরিচিত হতে পারবে। অন্যদিকে সংস্কৃতির আদান-প্রদানেরও সুযোগ করে দিবে সীমান্ত হাট।

ত্রিপুরার শিল্প ও বণিক সমিতির সভাপতি এমএল দেবনাথ পত্রিকাটিকে জানায়, ব্যবসায়ীদের ওই দাবি যুক্তিক। ত্রিপুরা ও আশপাশের রাজ্যগুলোতে বাংলাদেশী পণ্যে যেমন বড় বাজার রয়েছে তেমনি ভারতীয় পণ্যও বাংলাদেশীদের কাছে পছন্দের।

জানাগেছে, ১১ জানুয়ারি বিকেল ৫টায় প্রজ্ঞা ভবনের এক নাম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের নিয়ে বসবে বৈঠক। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, এফবিসিআইআই ও সিআইআই এর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইদেশের ব্যবসায়ীদের উদ্ধেশ্যে বক্তব্য রাখবেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো মজবুত করার জন্য রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে এই বৈঠকটির আয়োজন করা হয়েছে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply