সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় কৃষক আজগর আলীর (৬০) জমির বিভিন্ন জাতের সবজি ধ্বংস করে দিয়েছে প্রভাবশালী লাঠিয়ালরা। এসময় লাঠিয়ালরা জমি থেকে কৃষি যন্ত্রপাতি লুটে নেয় এবং কৃষককে হত্যার হুমকি দেয়। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে। এ ঘটনায় কৃষকের প্রায় দুই লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। কৃষক আজগর আলী বাদী হয়ে থানায় মামলা করেছে।
এলাকাবাসী জানায়, এলাকার চিহ্নিত ডাকাত ও খুনের মামলার আসামি জামির মিয়া ও তার সহযোগিরা কৃষক আজগর আলীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার সকালে ডাকাত জামিরের নেতৃত্বে লাঠিয়ালরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আজগর আলীর জমিতে হামলা করে সকল সবজি ধ্বংস করে দেয়। কৃষক আজগর আলী জানায়, ডাকাতি ও হত্যা মামলায় দীর্ঘ দিন জেল খেটে কয়েকমাস আগে বেরিয়ে আসে গ্রামের মৃত আবু মিয়ার ছেলে জামির ডাকাত (৪৭)। সে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। গ্রামের আইবর রহমান (৭০), বশির আহম্মদ (৪৫), আব্দুল কাহার (৫৫), খায়রুল বাদশা (৫০), হাজী মুকবুল মিয়া (৫৮), জুহুর মিয়া (৫৫) সহ অনেকে জানান, এলাকার চিহ্নিত ডাকাত জামির ও রাসুর নেতৃত্বে লাঠিয়াল বাহিনী হামলা চালিয়ে আজগর আলীর জমির ফসল নষ্ট করে ফেলে। তারা বেশকিছু দিন ধরে আজগর আলীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চুন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। তারা এভাবে কৃষকের জমির সবজি নষ্ট করা উচিত হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তা মসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কথা বলতে এলাকায় গেলে জামির ও তার সহযোগিদের পাওয়া যায়নি। গ্রামের লোকেরা জানায় পুলিশি গ্রেপ্তারের ভয়ে তারা পালিয়েছে।