মুরাদনগরে ‘‘নিরাপদ পানি’’ সরবরাহের লক্ষ্যে আর্সেনিক বিমুক্ত করণ প্লান্ট উদ্ভোধন করেন তাল্লো বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মিঃ জেমস্ বেবার ও তার সাথে অন্যান্য অতিথিবৃন্দ

এদেশের মানুষের জন্য কাজ করতে এসে অনেক ভালবাসা পেয়েছিঃ জেমস্ বেবার

মোঃ শরিফুল আলম চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) থেকে :

মুরাদনগরে ‘‘নিরাপদ পানি’’ সরবরাহের লক্ষ্যে আর্সেনিক বিমুক্ত করণ প্লান্ট উদ্ভোধন করেন তাল্লো বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মিঃ জেমস্ বেবার ও তার সাথে অন্যান্য অতিথিবৃন্দ
উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে তাল্লো বাংলাদেশ লিমিটেড এর উদ্দ্যোগে নির্মিত আয়রন ও আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ‘‘নিরাপদ পানি’’ নামে একটি আর্সেনিক বিমুক্তকরণ প্লান্ট স্থাপনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাল্লো বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মিঃ জেমস্ বেবার বলেন, সারাদেশে ঝড়ে পড়া শিশুদের শিক্ষা ও প্রত্যন্ত অঞ্চলে আয়রন ও আর্সেনিক মুক্ত পানি সরবরাহ সহ দরিদ্র জনগনের উন্নয়নে কাজ করছি। এদেশে কাজ করতে এসে আমরা মানুষের অনেক ভালবাসা পেয়েছি। এদেশের সাধারণ মানুষের সহযোগিতা আমাদের কে সতস্ফুতভাবে কাজ করার প্রেরণা যুগিয়েছে। ইউরোপের দাতারাও এদেশের দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। এদেশের সকল মানুষ ভাল থাকুক এটাই আমাদের কাম্য। পৃথিবীর কোন মানুষই পর নয়। এক দেশের মানুষ আরেক দেশের মানুষের পাশে দাঁড়াবে এটাই সকলের কাম্য হওয়া উচিত। স্থানীয় বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তাল্লো বাংলাদেশ লিমিটেড এর সিএআর ম্যানেজার আতাউল হক, পাবলিক রিলেশন ম্যানেজার মেজর অবঃ জাফর উল্লাহ খান ও অপর ম্যানেজার এনায়েত খান, সিডকো এর নির্বাহী পরিচালক ঠিকাদার মোঃ এনামূল হক ও বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমুখ।

শনিবার দুপুরে তাল্লো বাংলাদেশ লিঃ এর পাবলিক রিলেশন ম্যানেজার মেজর অবঃ জাফর উল্লাহ খান বলেন, মুরাদনগরের বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে স্থাপিত এ প্লান্ট থেকে প্রতিদিন ওই বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থী এবং স্থানীয় ২শ টি পরিবার আয়রন ও আর্সেনিকমুক্ত বিশুদ্ধ নিরাপদ পানি পাবে। এছাড়াও তিনি আরও বলেন, সম্প্রতি গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার সাধারণ মানুষের সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য তাল্লো বাংলাদেশ লিমিটেড সিআরপি’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। বর্তমানে তাল্লো মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন প্রায় ১২কোটি ঘনফুট গ্যাস পেট্টোল বাংলার পাইপ লাইনের মাধ্যমে জাতীয় গ্রীডে সংযুক্ত করছে।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply