শামীমা সুলতানা ॥
৭ জানুয়ারি নববর্ষের নব উদ্যোগে তিতাস উপজেলা সোলাকান্দি আল-হেরা একাডেমির নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত। প্রধান আলোচক ছিলেন, মাদার তেরেসা স্বর্ণপদক ও মহাত্মাগান্ধী শান্তি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি, কলামিস্ট মো. আলী আশরাফ খান। বিশেষ অতিথি ছিলেন বিডি নিউজ টু ইউ ডট কম-এর উপ-সম্পাদক মুহাম্মদ আব্দুল বারী ও মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আজহার মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘ আমাদের ছেলেমেয়েরা সঠিক শিক্ষা পেলে বিশ্বকে সত্যি সত্যিই জয় করতে পারবে।’
প্রধান আলোচক বলেন,‘ নৈতিক শিক্ষার অভাবে আমাদের সমাজ দিনে দিনে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। আমাদের সন্তানদের সর্বাগ্রে নৈতিকতাস¤পন্ন শিক্ষা ব্যবস্থার আয়তায় আনতে হবে।’
বিশেষ অতিথি মুহাম্মদ আব্দুল বারী বলেন,‘ ছাত্রছাত্রীদেরকে যোগ্য নাগরীক হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিকে আরো সহজলভ্য করার পাশাপশি সরকারকে শিক্ষাপকরনের দাম কমাতে হবে।’