প্রেস বিজ্ঞপ্তি :
আজকের রোডমার্চ ও আগামী কালের চট্রগ্রামে মহাসমাবেশ বাংলাদেশের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে। এ সরকারের বিরদ্ধে রেফারেন্ডামের শামিল। গতকাল শনিবার কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে রোডমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা বলেন। মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ডা: তাহের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনশৃংখলা চরম ভাবে বিপর্যয় ঘটেছে। গতবছর এইদিনে সীমান্তে ফেলানীকে হত্যা করার পরও নতজানু সরকার প্রতিকারী ব্যবস্থা করতে পারেনি। শেয়ার বাজারের দূর্নীতি দেশের সকল দূর্নীতিতের বড় দূর্নীতি ঘটলেও সরকার নীরব ভূমিকা পালন করছে। বর্তমানে এই সরকার দূর্নীতির আকণ্ঠে নিমজ্জিত। বর্তমানে গনতন্ত্রের নামে এ দেশে চলছে একনেতার শাসন। শিক্ষাঙ্গণে চলছে নৈরাজ্য, রাজনৈতিক অসংসীয়তা, নতুন কালচার সৃষ্টি হয়েছে। আমাদের দেশে জেল খানা থেকে জামিনে বের হলে জেল পটকে বিরোধী দলীয় নেতা কর্মীদের আটক করা হয়। জাতির বিবেক সাংবাদিকদের আজ তাদের হাত থেকে রেহাই পায়নাই । মিথ্যে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। সরকার প্রতিদিন ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যাংক গুলোকে শূন্য করে ফেলছে। এই মূহূর্তে এ সরকারের পতন আন্দোলনের বিকল্প নেই। এ রোডমার্চের পর আন্দোলনের অংশ হিসেবে চল চল ঢাকা চল কর্মসূচী গ্রহন করা হবে। তিনি আজ ৮ই জানুয়ারী কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বিশাল জনসভায় রূপান্তরিত হবে বলে জানান। তিনি আশা পূষন করেন বিরোধী দলের শান্তিপূর্ন রোডমার্চকে বাধা দিবে না। ইতিমধ্যে চান্দিনা জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা, আটক, পোষ্টার ছিড়া, ব্যানার ছিড়ার মত নেক্কার জনক ঘটনা সৃষ্টি করেছে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াত দক্ষিণ জেলা সেক্রেটারী খন্দকার দেলোয়ার হোসেন, মহানগর জামায়াত সহ-সেক্রেটারী এমদাদুল হক মামুন, রাজনৈতিক সেক্রেটারী আমিনুল হক, সানাউল্লাহ মজুমদার, শিবির উত্তর জেলা সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
