সরাইলে দু’টি দুঃসাহসিক চুরি : এলাকায় আতঙ্ক

আরিফুল ইসলাম সুমন ॥
সরাইলে পৃথক দু’টি দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে উপজেলা সদরের বড় দেওয়ান পাড়ায় তালেবুর রহমানের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চুরেরা বাড়ির বিল্ডিং ঘরে প্রবেশ করে ২৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। যার মূল্য ১২ লক্ষাধিক টাকা। এসময় বাড়ির গৃহকর্তা তালেবুর রহমান অন্য কক্ষে বিশ্রামে ও অন্যান্যরা বাড়ির বাইরে ছিলেন। চুরেরা যাওয়ার সময় একটি চিরকূট রেখে যায়। এতে লেখা রয়েছে চুরির ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নিলে, পরিবারের সবাইকে হত্যা করা হবে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তালেবুর রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে সরাইল থানা ভবনের অতি নিকটে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরেরা বিদ্যালয়ের নৈশ প্রহরীকে বেঁধে দু’টি কক্ষের তালা ভেঙ্গে ৪টি কম্পিউটার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। বিদ্যালয়ের নৈশ প্রহরী আবদুস সোবহান মিয়া জানায়, বৃহস্পতিবার রাত অনুমান আড়াই টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে টহল দেয়ার সময়ে মুখোশধারী কয়েকজন তার চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ভবনের দু’টি কক্ষের তালা ভেঙ্গে কম্পিউটারগুলো নিয়ে যায়। এসময় প্রধান গেইট তালাবদ্ধ ছিল। সম্ভবত চুরেরা প্রতিরক্ষা দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে। সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ এসে তাকে বাঁধন মুক্ত করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খাঁন চুরির ঘটনা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কম্পিউটারগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply