মতলব উত্তর উপজেলা প্রশাসনের ৯ দপ্তরে তালাবন্ধ, ৫ দপ্তরের কর্মকর্তা অনুপস্থিত

শামসুজ্জামান ডলার, মতলব (চাঁদপুর):

গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের ৯ দপ্তরে তালাবন্ধ আর ৪ দপ্তরের কর্মকর্তা ছিলেন অনুপস্থিত। উপজেলা প্রশাসনের যেই ৯ টি দপ্তর তালাবন্ধ অবস্থায় দেখা যায় তা সময়সহ উল্লেখ করা হলো-

বেলা ১১.৪৪ মিনিটে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস (পিআইও) যার কর্মকর্তা হলেন (অতিঃ দায়িত্ব) সাইফুল ইসলাম, ১১.৪৬ মিনিটে যুব উন্নয়ন অফিস যার কর্মকর্তা হলেন মহীউদ্দিন, ১১.৪৭ মিনিটে নির্বাচন অফিস, ১১.৪৯ মিনিটে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস যার কর্মকর্তা হলেন (অতিঃ দায়িত্ব) ইমরান হোসেন চৌধুরী, ১১.৫২ মিনিটে খাদ্য কর্মকর্তার অফিস যার কর্মকর্তা হলেন (অতিঃ দায়িত্ব) চাই থোয়াই প্রু মর্মা, ১১.৫৪ মিনিটে পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস যার কর্মকর্ত হলেন (অতিঃ দায়িত্ব) দেলোয়া হোসেন ভুঁইয়া, ১১.৫৬ একাডেমী সুপারভাইজারের অফিস যার কর্মকর্তা হলেন কামরুন্নাহার, ১১.৫৭ মিনিটে মাধ্যমিক শিক্ষা অফিস যার কর্মকর্তা হলেন কাজী আঃ ওয়াহিদ মোঃ সালেহ , ১১.৫৯ মিনিটে আনসারভিডিপি অফিস যার কর্মকর্তা হলেন আঃ সাত্তার। এই ৯ টি দপ্তর পুরোপুরি তারাবন্ধ অবস্থায় পাওয়া যায়। তবে এ ক’মিনিটে আমার বিভিন্ন দপ্তর দেখা অবস্থার মধ্যেই নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু বিদ্যাভুষন আসেন মাধ্যমিক শিক্ষা অফিসে আর দপ্তর তালাবন্ধ অবস্থায় দেখতে পেয়ে ফিরে যান।

অন্যদিকে, ঐ দিন পৌনে ১২টার দিকে দপ্তর খোলা থাকলেও ৫ কর্মকর্তা ছিলেন অনুপস্থিত। অনুপস্থিত দপ্তরগুলোর মধ্যে স্ব স্ব দপ্তরে গিয়ে জানা যায়, কৃষি কর্মকর্ত ছাইফুল আলম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়েছেন আর কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাহীনুর ইসলাম গেছেন ঢাকায়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতাম বোরহান উদ্দিন চাঁদপুরে, মৎস্য কর্মকর্ত (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম আজকে অফিসে আসেন নাই এবং সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর মোঃ আঃ হান্নান ছুটিতে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন যে ছুটিতে আছেন তা আগেথেকেই আমার জানা ছিল।

মতলব উত্তর উপজেলা প্রশাসন প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের চিত্রটা প্রায় সময় এরকমই থাকে বলে জানা যায় বিভিন্ন সূত্রমতে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে থাকার কারনে এ ব্যাপারে বক্তব্য নেয়া গেলনা।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply