বিজয়ের প্রথম দিনে বিরোধী প্রার্থীদের বাসায় গেলেন সাক্কু : সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাত

কুমিল্লাওয়েব ডেস্ক :

মনিরুল হক সাক্কু
কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নিবার্চিত মেয়র মনিরুল হক সাক্কু নির্বাচনে বিজয়ের পর শুক্রবার প্রথমদিন নগরীর টমছমব্রীজ এলাকায় নিউ হোস্টেল জামে মসজিদে জুমআর নামায আদায় করেন। এরপর তিনি তার মা-বাবার কবর এবং নগরীর দারোগাবাড়ী ও কালিয়াজুড়ী মাজার জিয়ারত করেন। পরে তিনি নগরীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে সাক্ষাত করেন। রাতে তিনি প্রতিদ্বন্দী মেয়রপ্রার্থী আফজল খান, নূর উর রহমান মাহমুদ তানিম, এয়ার আহমেদ সেলিম ও আনিসুর রহমান মিঠুর বাসায় যান।

অপরদিকে মনিরুল হক সাক্কু বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নগরীতে এবং জেলা তৃণমূলে বিএনপি নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা জানান, সাক্কুর বিজয়ের মধ্য দিয়ে ভবিষ্যতে এ জেলার ১১টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ে সহজ হবে। এছাড়াও নগর বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply