সাসকাচুয়ান কানাডা, ৫ই জানুয়ারী :
মাহিনুর জাহিদ বাবু বিশিষ্ট মুক্তিযোদ্ধা কুমিল্লা প্রেসক্লাব ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দেলোয়ার জাহিদ কনিষ্ট পুত্র, যিনি বর্তমানে কানাডার লয়েড মিনিষ্টার সিটি নিবাসী ও নোটারী পাবলিক অব সাস্কাচুয়ান। মরহুমের নামাযের জানাযা শনিবার জুমা বাদ আলবার্টার এডমোনটনে অনুষ্ঠিত হবে।
মরহুমের ভাই সাইফুর, তানভীর, এলমা ও ইসরাত সহ ক’জন নিকটাত্মীয় আলবার্টার এডমোনটনে বসবাস করেন। তরুন মাহিনুর জাহিদের মৃত্যুতে এশীয়ান কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । প্রয়াত মাহিনুরের স্ত্রী রায়হানা রাসমীন বছর দুয়েক আগে ইমিগ্রশন নিয়ে কানাডায় এসেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।