কুমিল্লাওয়েব ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সদ্য নির্বাচিত কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে তিনি এ অভিনন্দনের কথা জানান। কুমিল্লা সিটি মেয়র হিসাবে মনিরুল হক সাক্কু বিজয়ী হওয়ায় ব্যক্তিগতভাবে সাক্কুকে তিনি অভিনন্দন জানান। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে পরাজিত করায় কুমিল্লাবাসীকেও তিনি অভিনন্দন জানান।
সাক্কুর অব্যহতি নেয়া প্রসঙ্গে তিনি বলেন, সাক্কু যেহেতু নিজে দল থেকে অব্যহতি নিয়ে নির্বাচন করেছেন। তাকে দল বহিষ্কার করেনি। তাই তিনি দলের কাছে আবেদন করলে দল সেটা বিবেচনা করবে।