কুমিল্লা সংবাদদাতা :
ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি বলেন, হাঁস প্রতীকে ভোট দিয়েছি। ‘ভি’ চিহ্ন দেখিয়ে সাক্কু বলেন, ‘জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে আমিই বিজয়ী হব।
কুসিক নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী থাকলেও শেষ লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানের আনারস ও বিএনপি থেকে পদত্যাগী প্রার্থী মনিরুল হক সাক্কুর হাঁস প্রতীকে। শতভাগ ইভিএম ব্যবহারের এই নির্বাচনে এখন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। নানা বয়সী নারী-পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেছেন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আশা করেন, শেষ পর্যন্ত এই অবস্থা বজায় থাকবেন।
উল্লেখ্য, এই নির্বাচনে মোট নয়জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।