মেয়র প্রার্থীরা যে যেখানে ভোট দিলেন

কুমিল্লা সংবাদদাতা :
নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আফজল খান ভোট দিয়েছেন। সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা মর্ডান স্কুলে ভোট দেন তিনি।

আফজল খানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে অব্যাহতি দেওয়া নাগরিক কমিটির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ৯টায় চরদার ইছামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন।

ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের কাছে নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ামী লীগ সমর্থিত একজন প্রার্থী থাকলেও মেয়র পদে বিদ্রোহী হয়েছেন দুজন। এদের একজন নূর-উর রহমান মাহমুদ তানিম সোয়া ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দিয়েছেন।

আরেক বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান মিঠু শাকতলায় ইসহাক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বলে জানা গেছে।

এছাড়া জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম পুরান চৌধুরী পাড়া ইসলামিয়া আদর্শ বিদ্যালয়ে সকাল পৌনে ৯টার দিকে ভোট দেন।

শতভাগ ইভিএম ব্যবহারের এই নির্বাচনে এখন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। নানা বয়সী নারী-পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

উল্লেখ্য, এই নির্বাচনে মোট নয়জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply