কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী আসিফ আকবর। গণসংযোগকালে কন্ঠশিল্পী আসিফ বলেন, কুমিল্লার উন্নয়নে মনিরুল হক সাক্কুর অবদান রয়েছে। আগামী দিনে আরো উন্নয়ন করার সুযোগ দিতে হবে। কুমিল্লা নগরীকে সুন্দরভাবে সাজাতে হলে মনিরুল হক সাক্কু ভাইয়ের বিকল্প নেই। আমি দেখেছি কুমিল্লায় ফুলের বাগান থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সমাধানে সাক্কু ভাই কাজ করেছেন। কুমিল্লার গুরুত্বপূর্ণ স্থানে সাক্কু ভাইয়ের উন্নয়নের ছোঁয়া লেগে আছে। আপনারা সকলে হাঁস মার্কায় মূল্যবান ভোটটি দিয়ে তাকে উন্নয়নের সুযোগ দিন। মনিরুল হক সাক্কুর মতো নেতারা যদি পিছনে পরে যায় তাহলে কুমিল্লার উন্নয়নের ছোঁয়া লাগবে না। মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে কালিয়াজুড়ি, কাপ্তানবাজার, রাজাপাড়া, নেউরা, ঢুলিপাড়া, চৌয়ারাসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। তিনি আরো বলেন, মনিরুল হক সাক্কু কুমিল্লার মানুষের জন্য অতীতে অনেক কাজ করেছেন। ভবিষ্যতেও কুমিল্লার মানুষের পাশে থাকতে চায়। একটি ছোট পৌরসভায় বসে চেষ্টা করেছেন কুমিল্লার উন্নয়নে কাজ করার জন্য। মনিরুল হক সাক্কু নিজের পকেটের টাকা দিয়ে কুমিল্লার মানুষের কাজ করেছেন। তিনি সুযোগ পেয়েছেন তার নিজের অর্থ দিয়ে মানুষের সেবা করার। মনিরুল হক সাক্কুর উন্নয়নের ছোয়া জিলা স্কুলের সামনে, ঈদগাহ এর সামনে, ফয়জুন্নেছার সামনে, জেলখানার সামনে, টাউন হলের সামনেসহ আরো অসংখ্য জায়গায় সৌন্দর্য্য বর্ধনে ফোয়ারা ও আলোকস্তম্ভ করেছেন। সীমিত ক্ষমতার মাধ্যমে শহরকে সাজানোর চেষ্টা করেছেন তিনি। তিনি যদি মেয়র নির্বাচিত হয় কুমিল্লায় দ্বিগুণ উন্নয়ন হবে। আমার ৪০ বছর বয়সে কুমিল্লায় এতো উন্নয়নের কাজ দেখিনি । কুমিল্লার ঐতিহ্য ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে মনিরুল হক সাক্কুর বিকল্প নেই। প্লিজ আপনারা সাক্কুভাইকে একটি ভোট দিন।
