মুরাদনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
গতকাল ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্রলীগের নিজস্ব কার্যালয়ে কেক কেটে উপদাযপন করেছে মুরাদনগর উপজেলা ছাত্রলীগ। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদ এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা পার্থ সারথী দত্ত, আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী, ম.হ.ম গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি আজাদ আল মামুন, মোঃ জালাল উদ্দিন যুগ্ন সাধারন সম্পাদক কাউছার আলম প্রমুখ। পরিচালনা করেন দপ্তর সম্পাদক মনির হোসেন।
মতলব উত্তরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শামসুজ্জামান ডলার, মতলব (চাঁদপুর) :
মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম সমর্থিত ছাত্রলীগ
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ মোহনপুরের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র বাসভবনে কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন। এরপর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোলা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব, ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল হক হিমেল ও ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন প্রমূখ। শেষে অনেকগুলো মোটরসাইকেল যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এম রফিকুল ইসলাম এমপি সমর্থিত ছাত্রলীগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবাষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্তরে স্থানীয় সাংসদ এম রফিকুল ইসলাম সমর্থিত উপজেলা ছাত্রলীগ কেক কেটে, ছাত্রলীগের পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, মেহেদী মাসুদ, মিঠু পাটোয়ারী, সালাউদ্দিন আবির ও টিপু সুলতান প্রমূখ।
কচুয়ায় ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আলমগীর তালুকদার, কচুয়া, চাঁদপুর :
চাঁদপুরে কচুয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম জন্ম বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্ব সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিব মজুমদার জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ আঃ জব্বার বাহার, সাধারণ সম্পাদক ও কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন সোহাগ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম কবীর ও সৈয়দ রবিউল ইসলাম রাসেল, প্রমূখ।