নিরাপত্তা নিশ্চিত করতে নগরীতে থাকছে র‌্যাবের টহল

কুমিল্লা সংবাদদাতা :
ভোটারদের নিশ্চিত নিরাপত্তার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার বিকেল ৪টায় কুমিল্লা মহানগর পানি উন্নয়ন বোর্ড থেকে ৮শ র‌্যাবের একটি দল মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে নগরের প্রধান প্রধান সড়কে মহড়া দেয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ১১ এর কোম্পানি অধিনায়ক মোস্তফা কামাল জানান, ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এক হাজার র‌্যাব প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ভোটারদের উদ্দেশ্যে একটিই বার্তা, যেখানে কোন বিশৃঙ্খলার আভাস সেখানেই আমাদের খবর দেন। তিনি আরো বলেন, আমরা একটা বিষয় নিশ্চিত করতে চাই। আর তা হলো ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ও নিশ্চিন্তে নিশ্চিতে বাড়ি ফিরে যেতে পারবেন। আমরা এমনই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলব।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply