চাঁদপুরের কচুয়ায় সাবেক প্রতিমন্ত্রী মিলনের এপিএস’র বাড়ীর মালামাল ক্রোক

আলমগীর তালুকদার, কচুয়া চাঁদপুর, ৩ জানুয়ারী :

বিএনপি নেতা মাহবুবের বাড়ীর ক্রোক করা মালামাল
চাঁদপুরের কচুয়ায সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আনম এহসানুল হক মিলনের এপিএস মোঃ মাহবুব আলমের বাড়ীর মালামাল ক্রোক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী এ মালামাল ক্রোক করা হয়। ক্রোক করা মালামালগুলো হচ্ছে- একটি বক্স খাট, দুইটি সোপা সেট, দুইটি সিলিং ফ্যান ও ৩টি টি টেবিল।

জানাগেছে- ২০১০ সালের ১১ জুলাই দায়ের করা মামলায় করইশ গ্রামের অধিবাসী মৃত আবুল বাসার মৃধার পুত্র সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি আনম এহসানুল হক মিলনের এপিএস মোঃ মাহবুব আলম হাজিরা না দেয়ায় বিজ্ঞ আদালত তার বাড়ীর অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশ দেয় । আদালতের নির্দেশনা মোতাবেক কচুয়া থানার এএসআই মোঃ শাহ্ জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার তার বাড়ী থেকে মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান- আদালতের নির্দেশনা অনুযায়ী মাহবুব আলমের বাড়ীর অস্থাবর মালামাল ক্রোক করা হয়েছে।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply