মক্বা, সৌদি আরব সংবাদদাতা :
গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পবিত্র মক্কার উদ্দোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়. উক্ত অনূষ্ঠান যুবদল নেতা জনাব মুহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও মক্কা বি.এন.পির সভাপতি আল হাজ্ব মুহাম্মদ রফিক খানের প্রধান অতিথির উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা সিরাজউদ্দিন .বি,এন.পি নেতা তিতুউল হক মৃধা. .জনাব নুরুল আবসার আবুল হোসেন আবদুল্লাহ. ও গিয়াস উদ্দিন চৌধুরী .বক্তাগন বলেন আগামী দিনের সরকার পতনের আন্দোলনে ঝাপিয়ে পড়তে লংমার্চ যে কোন মুল্যে সফল করতে হবে গনতন্ত্র হত্যাকারী ও সংবিধান লংঘন কারী মঈন ফকরউদ্দিনের অনূসারীরা কোনদিন আমাদের দেশে ফ্যাসীবাদী ছাড়া গনতন্ত্র আনতে পারবেনা আওয়ামী গত তিন বছরে কোন উন্নয়ন করতে পারেনি বক্তারা ইংগিত করে বলেন ..তবে.গনমানুষের রোনাজারি ধ্বংস হত্যা আহাজারির ব্যপক উন্নয়ন হয়েছে.সবর্ত্র আজ লোভী ও অযোগ্য ব্যক্তিরা বসে আছে এজন্য তেলের দাম বৃদ্দি সারের দাম বৃদ্ধি সহ সকল কিছুর দাম বৃদ্ধি পেয়েছে.
Check Also
রিয়াদে জ্যাবের ‘অমর একুশে’ আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার :– “অমর একুশের চেতনায় গন মানুষের মনে জেগে উঠুক উজ্জলতা উৎকৃষ্টতা” শীর্ষক আলোচনা ...